• Human Rights and Peace for Bangladesh (HRPB)
  • Human Rights and Peace for Bangladesh (HRPB)
HC directed to appear DC Cox's Bazar for violation of judgment regarding Sea Beach

প্রেস বিজ্ঞপ্তি
আদালতের নির্দেশনা পালন না করায় কক্সবাজারের জেলা প্রশাসক মামুনর রশিদ কে ১৯.১০.২০২২ তারিখ স্ব—শরীরে আদালত হাজিরের নির্দেশ

---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

কক্সবাজার সী—বীচ এলাকায় অবৈধভাবে স্থাপনা নির্মান করে ব্যবসা বানিজ্য পরিচলনা করে সী—বীচ এর সৌন্দর্য্য নষ্ট করার প্রেক্ষিতে জনস্বার্থে HRPB ২০১১ সালে একটি রীট পিটিশন দায়ের করে এবং চূড়ান্ত শুনানী শেষে ০৭.০৬.২০১১ তারিখে বিচারপতি এ.এইচ.এম. শামসুদ্দিন চৌধুরী মানিক এবং বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর রায় দিয়ে কক্সবাজার সী—বীচ এর প্রাকৃতিক সৌন্দর্য্য সংরক্ষনের নির্দেশনা দিয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশনা দেন। ঐ সময় সকল স্থাপনা উচ্ছেদ করা হয়েছিল।

পরবর্তিতে স্থানীয় প্রশাসনের সহযোগিতায় সী—বীচে টাকার বিনিময় বরাদ্দ দেয়া হয় এবং সমুদ্রের বালুর উপর ঐসব দোকান বিদ্যমান। যা আদালতের রায়ের পরিপন্থি। এ কারণে জেলা প্রশাসক সহ অন্যদেরকে লিগ্যাল নোটিশ পাঠিয়ে ব্যবস্থা নিতে বলা হলেও জেলা প্রশাসক কোন ব্যবস্থা নেয়নি।

সে প্রেক্ষিতে HRPB পক্ষে আদালত অবমাননার মামলা করা হয় গত ১৪.০৩.২০২২ তারিখে। আজ হাইকোর্টের বিচারপতি জে.বি.এম. হাসান এবং বিচারপতি মোঃ রাজিক আল জলিল এর আদালত ০৭.০৬.২০১১ তারিখের রায় অমান্য করায় বিবাদীদের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেন এবং জেলা প্রশাসক মামুনর রসিদকে আগামী ১৯.১০.২০২২ তারিখে স্ব—শরীরে আদালতে হাজির হবার নির্দেশ দেন। 

বিবাদীরা হলেন জেলা প্রশাসক কক্সবাজার মামুনুর রশিদ, পুলিশ সুপার মোঃ হাসানু্জ্জামান, মেয়র মজিবর রহমান, কক্সবাজার উন্নয়ন অথোরিটির চেয়ারম্যান ফোরকান আহম্মেদ এবং টাউন প্লানার তানভির হাসান রেজাউল।

আবেদনের পক্ষে শুনানী করেন সিনিয়র এডভোকেট মনজিল মোরসেদ। তাকে সহায়তা করেন এডভোকেট রিপন বাড়ৈ ও এডভোকেট সঞ্জয় মন্ডল। সরকার পক্ষে ছিলেন DAG তুষার কান্তি রায়।

HRPB এর পক্ষে পিটিশনার হলেন এডভোকেট মোঃ ছারওয়ার আহাদ চৌধুরী।

বার্তা প্রেরক—

মনজিল মোরসেদ
সিনিয়র এডভোকেট
বাংলাদেশ সুপ্রীম কোর্ট
মোবাইল: ০১৭১১—৪০৪৫০৬